নিউজ ডেস্ক : ২০১৭ সালে ভ্রমণ র্যাংকিং অনুযায়ী বিশ্বে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে অবস্থান করছে জার্মানি। এ তালিকায় দ্বিতীয় স্থানে সুইডেন ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এছাড়া যুক্তরাষ্ট্রসহ তিনটি দেশকে পেছনে ফেলে শীর্ষ দশে অবস্থান করে নিয়েছে যুক্তরাজ্য। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে সিঙ্গাপুর তৃতীয় স্থান দখল করেছে। আর ১৯৯টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯১তম। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, পাসপোর্ট ইনডেক্সিং ডট ওআরজি’র ওয়েবসাইটে হালনাগাদ এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রস্তুতে ভিসা ছাড়াও ভিসাসহ ভ্রমণ করতে পারা অঞ্চল ও দেশের সংখ্যার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এ মানদণ্ডে ভিসামুক্ত ও ভিসাসহ গন্তব্যকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
জার্মানির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৫৮টি দেশে বা গন্তব্যে ভ্রমণ করতে পারে। ফলে দেশটি তালিকার শীর্ষে অবস্থান করছে। গত বছরও দেশটি এ তালিকার শীর্ষে অবস্থান করেছিল তবে চলতি বছর ভিসা ছাড়া ভ্রমণের তালিকা থেকে একটি দেশকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া সুইডেন ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৫৭টি গন্তব্যে বা দেশে ভ্রমণ করতে পারেন।
তবে এ তালিকায় সুইডেনকে এগিয়ে রাখার কারণ দেশটির পাসপোর্টধারী বাসিন্দারা বিশ্বের ১২৩টি গন্তব্যে ভিসাছাড়া ভ্রমণ করতে পারে। আর সিঙ্গাপুরের বাসিন্দারা পারে ১২২টি গন্তব্যে।
এছাড়াও তালিকার শীর্ষ ১০টি স্থানের মধ্যে সব কয়টি ইউরোপের দেশ। অন্য ইউরোপীয় দেশগুলো হলো - ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য।
এশিয়ার মধ্যে গত বছর শক্তিশালী পাসপোর্ট ছিল দক্ষিণ কোরিয়ার, তবে এ বছর দেশটির অবস্থান তালিকার ২৪তম স্থানে।
তালিকা অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট আফগানিস্তানের। দেশটির পাসপোর্টধারী ব্যক্তিরা মাত্র ২৩টি স্থানে বা গন্তব্যে ভিসাছাড়া ভ্রমণের সুযোগ পায়। তবে আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান (২৬), ইরাক (২৮) এবং সিরিয়া (২৯)।
প্রতিবছরই ভিসাইনডেক্স ডট ওআরজি এ তালিকা প্রকাশ করে। বছরব্যাপী ভিসামুক্ত ভ্রমণের জন্য বিভিন্ন দেশের মধ্যে সই হওয়া চুক্তি বিবেচনা করে এ তালিকা প্রকাশ করা হয়।
গত বছর মার্শাল দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের জন্য ৩৫টি অঞ্চলে ভিসাছাড়া ভ্রমণের চুক্তি করে। একইভাবে পেরু ৩৩টি দেশের সঙ্গে ভিসাছাড়া ভ্রমণের চুক্তি করেছে। গত বছর ভিসা ছাড়া স্বাধীনভাবে ভ্রমণের চুক্তির ক্ষেত্রে এ দুটি দেশ বা অঞ্চলই উদাহরণ হয়ে আছে।
২০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম