নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে বিশ্ব পরিবেশবাদীদের প্রশ্নের মুখে পড়েছিলেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই বিষয়টিকে ‘পরিকল্পিত’ বলে মনে করছেন প্রধানমন্ত্রী।
তিনি মনে করেন, আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্ব নেতাদের দিয়ে রামপাল নিয়ে বলানো হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গংরাই পরিকল্পিতভাবে সেখানে এই ইস্যুটি তুলেছেন। সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে শনিবার (২১ জানুয়ারি) দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
এসময় তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এসব কথা বলেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেবদের অনেক টাকা। তারা টাকা খরচ করিয়ে সেখানে এ ইস্যুটি উত্থাপন করিয়েছে এবং বিশ্ব নেতাদের দিয়ে রামপালের বিরুদ্ধে বলিয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘ইউনূস সাহেবদের অনেক টাকা, টাকা খরচ করে তারা এসব বলাইছে। আমিও বিশ্ব নেতাদের, পরিবেশবাদীদের চ্যালেঞ্জ দিয়ে বলে এসেছি আপনারা পরিবেশবাদীরা বাংলাদেশে আসেন। আমরা ঘুরে ঘুরে সব দেখাবো। পৃথিবীর যেকোনও পরিবেশবাদী রামপাল প্রকল্প দেখতে আসতে পারেন।’
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস