শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০৮:৫৭:০৮

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক : ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে,‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিত হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় ‘রাজু গ্রুপ’। এসময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় হামলাকারীরা। এছাড়া, সাতটি মোটরসাইকেলের আগুন ধরিয়ে দেয় তারা। এ ঘটনায় দুই জন আহত হন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটিকে ঘিরে ক্যাম্পাসে দুইটি গ্রুপ তৈরি হয়। এর মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কমিটির আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু এবং অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন যুগ্ম-আহ্বায়ক হিরণ ভূঁইয়া। এর মধ্যে রাজু গ্রুপের সমর্থকদের একাংশ ক্যাম্পাসে থাকলেও একাংশ ক্যাম্পাসের বাইরে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের নর্থ ব্লকে দুইটি গ্রুপই অবস্থান করছিল। এসময় ক্যাম্পাসের নতুন হল শেখ কামাল ছাত্রাবাসের সামনে রাজু গ্রুপের ক্যাম্পাসের বাইরে থাকা সমর্থকরা এসে অতর্কিত হামলা চালায় হিরণ গ্রুপের সমর্থকদের ওপর। উত্তর ছাত্রাবাসের বেশ কয়েকটি ভাঙচুর করে হামলাকারীরা। কয়েকটি মোটরসাইকেলেও তারা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।

ক্যাম্পাসের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। রমনা জোনের ডেপুটি কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এখন শিক্ষকদের উপস্থিতিতে ক্যাম্পাসের ছাত্রাবাসগুলোতে রেইড চলছে। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়েছি। তবে হতাহতের কোনও খবর পাইনি।
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে