ঢাকা : হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যাত্রীর নাম জোবায়ের আক্তার। নড়াইল জেলার এই বাসিন্দা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৭ ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে ফেরেন।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আটকের তিন ঘণ্টা চেষ্টার পর তার পেট থেকে স্বর্ণগুলো উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন দেড় কেজি। পানি খেয়ে বিশেষ কৌশলে এ স্বর্ণগুলো বের করে দেন তিনি।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো ওই যাত্রী তার শরীরে স্বর্ণ বহন করছেন। গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। কিন্তু তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন।
কবির জানান, প্রথমে তাকে বুঝিয়ে তার পেটে লুকানো স্বর্ণের বারগুলো স্বেচ্ছায় বের করে দিতে বলা হয়। কিন্তু জোবায়ের সুপার কনফিডেন্ট। তার পেটে বিমানে খেয়ে আসা নাস্তা ছাড়া কিছু নেই বলে জানান। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে এক্স-রে করানো হয়। তিনি আরো বলেন, এক্স-রে রিপোর্ট দেখে জোবায়ের কাস্টমসের চেয়েও বেশি অবাক হন।
যাত্রীর দাবি, ঘুমের ঘোরে মালয়েশিয়ান বন্ধুরা কি খাওয়াইছে না খাওয়াইছে। তিনি কিছু্ই বলতে পারেন না। প্রায় দুই ঘণ্টা বুঝানোর পরও তিনি স্বেচ্ছায় স্বর্ণগুলো বের করে দিতে রাজি না হলে পরে পানি খাওয়ানো হয় তাকে। নানাবিধ শারীরিক কসরত আর চাপাচাপি করে রেক্টাম থেকে স্বর্ণ বের হয়। একটি দু’টি নয়, ১৫টি চকচকে স্বর্ণের বার। ওজন ১ কেজি ৫০০ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। আহসানুল কবির জানান, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এমজমিন
২২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি