নিউজ ডেস্ক : রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধ দিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালে সমর্থন জ্ঞাপন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ডাকা অর্ধ দিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা) হরতালে দেশের মানুষের স্বার্থে বিএনপি সমর্থন ঘোষণা করছে।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম