নিউজ ডেস্ক : বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত) এমএম ইমরুল কায়েসকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রেষণে এই নিয়োগ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়।
এর আগে ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনু বিভাগের উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম।
এই বিভাগে চারজন উপ-প্রেস সচিব, একজন সহকারী প্রেস সচিবসহ ১১ জন কর্মরত আছেন। ইমরুলের এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সংখ্যা হল দুটি।
২২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস