মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১২:১৪:২১

বিমানের টয়লেট থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানের টয়লেট থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা কাস্টম হাউস রিজেন্ট এয়ারওয়ের একটি বিমানে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করে।

ঢাকা কাস্টম হাউস জানিয়েছে, রিজেন্ট এয়ারওয়ের আরএক্স ৭২৪ ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ৬০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার স্বর্ণের আনুমানিক ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে