মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৩:৩৬:৫৮

বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি থেকে।’

মঙ্গলবার দুপুরে এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত ১৫ জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ১ লাখ ১ হাজার ৮২৯ জন হজ পালন করেন। কিন্তু হজ পালন করতে ইচ্ছুক মোট প্রাক নিবন্ধনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার। ফলে প্রাক নিবন্ধন করেও ৩৮ হাজারেরও বেশি মানুষ হজে যেতে পারেননি।

গত বছর যারা প্রাক নিবন্ধন করেও যেতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে এবার হজে যাবেন। প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করবে।

হজে গত বছর পর্যন্ত এ ও বি দুই ক্যাটাগরির সরকারি প্যাকেজ থাকলেও এ বছর একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা করছে ধর্ম মন্ত্রণালয়।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে