এমটি নিউজ, ঢাকা: আসন্ন এফবিসিসিআইয়ের নির্বাচনে সকলে পদে সরাসরি ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে দেশের সর্বোচ্চ বড় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা।
আজ (মঙ্গলবার) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে এক আলোচনা সভায় এ আবেদন জানান ব্যবসায়ীরা। মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ভোটের মাধ্যমে যে বা যারা নির্বাচিত হোক না কেন তারা ব্যবসায়ীদের জন্য কাজ করবেন।
এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি সেলিনা আহমেদ বলেন, ২০০২ সালে এফবিসিসিআইয়ের সব ব্যবসায়ীর ভোটের অধিকার হরণ করেছে কিছু সিন্ডিকেট। আর তার ফল এখন ভোগ করছেন ব্যবসায়ীরা। তাই এফবিসিসিআইতে তারা আর কোনো সিন্ডিকেট চান না। এখন ব্যবসায়ীরা চায় সকলে পদে সরাসরি ভোট অধিকার।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলি, আবুল কাশেম আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ারা হাকিম আলি, মো. কাজী শফিকুল ইসলাম, দেওয়ান সুলতান আহমেদ, আবুল আলম চৌধুরী, মোস্তফা আজাদ চৌধুরী ও সেলিনা চেীধুরীসহ আর অনেকে।
২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস