মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৮:০৩:০৭

খারাপ সংবাদের শিরোনাম না হতে ছাত্রলীগের শপথ

খারাপ সংবাদের শিরোনাম না হতে ছাত্রলীগের শপথ

নিউজ ডেস্ক : আর কখনও খারাপ সংবাদের শিরোনাম না হওয়ার শপথ নিয়েছে ছাত্রলীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে এ শপথ পড়িয়েছেন। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি ছাত্রলীগকে এ শপথ পড়ান।  

অনুষ্ঠানে ছাত্রলীগকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আজকে শপথ নেব, আর কখনও খারাপ সংবাদের শিরোনাম হবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান হতে দেবো না।’

তিনি আরও বলেন, ‘খারাপ শিরোনাম নেত্রীর অর্জনকে ম্লান করে দেয়। আর শেখ হাসিনার ১০/১২ টা উন্নয়ন দুইটা খারাপ কাজের মধ্য দিয়ে ম্লান হয়ে যায়। আমরা শেখ হাসিনার অর্জনকে ম্লান হতে দেব না।’

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এসময় সাপ্তাহিক বন্ধের দিন (শুক্রবার ও শনিবার) ছাড়া অন্য কোন দিন রাজধানীতে শোভাযাত্রা ও সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এই ঘোষণা দেন।
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে