আন্তর্জাতিক ডেস্ক : যারা বুলডোজার চালিয়ে যাচ্ছেন, আমি জানি না সংসদ সদস্যদের সঙ্গে তাদের কতটুকু সংযোগ আছে। কিন্তু আমি এটা বলব এই ধরনের আচরণ ঘুরে ফিরে সরকার এবং সংসদ সদস্যদের মাথায় এসে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইনউদ্দিন খান বাদল। এসময় তিনি রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিরোধীতা করেন।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় বৈঠকের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাসদ নেতা বলেন, অনেকেই বলেছেন হকারদের জন্য সড়কে জ্যাম হচ্ছে। কিন্তু গতকাল বিশ্বরোডের কুড়িল ফ্লাইওভাবে প্রায় দেড় মাইল লম্বা জ্যাম দেখলাম। ওখানে কোনো হকার নেই। আমাদের গাড়ির চাপের কারনে জ্যাম হচ্ছে। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে জ্যাম হচ্ছে।
তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ঢাকা শহর কর্তৃপক্ষের সাথে হকারদের একটা বিতর্ক-বিরোধ চলছে। হকাররা চোখের সামনে তাদের জীবন জীবিকা ধ্বংস হতে দেখছেন। এখানে একটি বিষয় প্রতিধানযোগ্য- আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের হাজারও রকম কনফ্লিক্ট এড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন, কাউকে প্রপারলি রিপ্লেসমেন্ট করা ছাড়া তাকে কোথাও থেকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ যেন ঢাকা শহরকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর বানিয়ে ফেলার একটা প্রচণ্ড প্রতিজ্ঞা নিয়ে সংশ্লিষ্টরা এগিয়ে যাচ্ছেন।
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস