বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০১:০৯:১৬

১১তম নারী ইজতেমায় চলছে হেদায়েতি বয়ান

১১তম নারী ইজতেমায় চলছে হেদায়েতি বয়ান

নাটোর : নারী ইজতেমা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা কলেজ মাঠে শুরু হয় দুই দিনের এই ইজতেমা।

স্থানীয় সমাজসেবক হাজি শের আলী শেখ ব্যক্তিগত উদ্যোগে ইজতেমাটির আয়োজন করে আসছেন। জানা যায়, আগের মতোই কলেজের মহিলা হোস্টেলে নারীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা।

গতকাল ইজতেমার প্রথম দিনে পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি, মাওলানা আমজাদ হোসেন জিহাদী ও মাওলানা আব্দুল কাদের জিহাদী বক্তব্য দেন। এ ছাড়া স্থানীয় ও আমন্ত্রিত নারী-পুরুষ ওলামারা ধর্মীয় আলোচনা করবেন।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে