বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১০:৫৪:৩৭

পুলিশকে গণবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

পুলিশকে গণবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ আইনের রক্ষক হিসাবে গণবান্ধব মনোভাব সৃষ্টি করতে যথাযথ সেবা প্রদানে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বার্ষিক পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ বঙ্গভবনে পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

রাষ্ট্রপতি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা আপনাদের প্রধান দায়িত্ব।

রাষ্ট্রপতি বলেন, পুলিশ বাহিনীকে গণমুখি এবং গণবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনকালে মানবাধিকার ও গনতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
তিনি বলেন, জান-মালের নিরাপত্তা পাওয়া জনগনের অধিকার। এটি ক্ষমার বিষয় নয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি হামিদ প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষন স্মরন করে বলেন, জনগনের দুঃসময়ে তাদের সেবা, ভালবাসা ও সহায়তা করতে তিনি পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছিলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির উন্নয়নে অভ্যন্তরীন শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সন্ত্রাস অথবা জঙ্গিবাদ দমনে এবং অনেক স্পর্শকাতর মামলার আসামীদের দ্রুত আটক করে বিচারের সম্মুখিন করার ক্ষেত্রে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, এতে সাধারন জনগনের মধ্যে পুলিশের প্রতি আস্থা বেড়েছে।

রাষ্ট্রপতি জাতিসংঘ শান্তি মিশনে পুলিশের অবদানের কথা উল্লেখ করে বলেন, এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) এবং অন্যান্য কারিগরি বিষয়ে, বিশেষ করে সাইবার অপরাধ বন্ধে আরো দক্ষতা ও জ্ঞান অর্জণের পরামর্শ দেন। তিনি বলেন, অপরাধ বন্ধে এলাকাভিত্তিক অপরাধের ধরন সনাক্ত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রাষ্ট্রপতি সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেন, কোন প্রকৃত অপরাধী যেন বিচারে সাজা পাওয়া থেকে রেহায় পেয়ে না যায়, আবার কোন নিরপরাধী লোক অপরাধ না করেও যেন সাজা না পায়, সেদিকটি অবশ্যই নিশ্চিত করতে হবে।

২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে