বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১১:০৫:০৮

১০০ জন এমপির নামের তালিকা করা হয়েছে : শামীম ওসমান

১০০ জন এমপির নামের তালিকা করা হয়েছে : শামীম ওসমান

নিউজ ডেস্ক : ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একশ জন এমপির নামের তালিকা করা হয়েছে। ওরা খেলায় নেমে গেছে। লিটন হত্যা, নেত্রীর প্লেনের ইঞ্জিনে আগুন সেই ষড়যন্ত্রেরই অংশ। অনেকে অপেক্ষায় আছেন সকালে কেউ বলবে- ‘প্রিয় দেশবাসী...’ বলে মন্তব্য করেছেন নারায়ণঞ্জের বহুল আলোচিত এমপি শামীম ওসমান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে তিনি আইন করে সংসদ সদস্যদের প্রোটেকশন দাবি করেন। শামীম ওসমান ৩০ মিনিট ধরে আবেগময় ভাষায় বক্তব্য রাখেন। এসময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে উৎসাহিত করেন।

শামীম ওসমান বলেন, ‘হয় প্রোটেকশন দেন না হয় ছেড়ে দেন। সাধারণ মানুষ বানিয়ে দেন, তারা দেখবে সাধারণ মানুষের কত শক্তি। লক্ষ মানুষ নিয়ে তাদের অফিস ঘেরাও করব। যদি আমাদের মধ্যে কেউ অপরাধী হয়, তদন্ত হওয়া উচিত।’

‘হলুদ’ সাংবাদিকতার সমালোচনা করে শামীম ওসমান বলেন, ওরা পরিকল্পিতভাবে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করছে। ১/১১ এর সময় ডেইলি স্টার পত্রিকার মিথ্যা সংবাদের কারণে বঙ্গবন্ধু কন্যাকে জেলে যেতে হয়েছে, দুর্নীতির বদনাম নিতে হয়েছে। মাহফুজ আনাম সাক্ষাৎকার দিয়ে নিজে তা স্বীকারও করেছেন। উলফার টাকায় যে পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী যে প্রথম আলো ডেইলি স্টার পড়েন না সেই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যারা যান, যারা বন্ধু সভার উপদেষ্টা হন, তারা এই সংসদের সদস্যকে মাদক সম্রাট বানাচ্ছেন।

নারায়ণঞ্জের সাংসদ আরো বলেন, তিনি সরকারের সুযোগ সুবিধা নেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দেন, একাত্তরের পুরো সময় ধরে যিনি অবজারভারে চাকরি করেছেন, গোলাম আযমের নাগরিকত্ব দেয়ার জন্য যিনি স্বাক্ষর করেছেন, গোলাম আযমের সংগ্রামী জীবন বইতে যার নাম ও স্বাক্ষর রয়েছে-সেই ইকবাল সোবহান চৌধুরীর পত্রিকায় আমাকে মাদক সম্রাট বানাতে রিপোর্ট করেছে। এ সংসদের সদস্যদের মাদক সম্রাট বানাচ্ছেন।

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি লেখা হয়, তাহলে যেন তাকে সংসদে ১৬৪ ধারায় সংসদে এসে কথা বলতে পারে। সেই সুযোগ তাদের দিতে হবে। এমপি লিটনকে যদি সেই সুযোগ দেওয়া হতো হয়তো তাকে এভাবে মরতে হতো না। কাল আমি সংসদে আসতে পারব কিনা জানি না।

২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে