বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০৮:৪৭:২৪

চলছে হরতাল, শাহবাগে পিকেটারদের উপর টিয়ারশেল ও জলকামান

চলছে হরতাল, শাহবাগে পিকেটারদের উপর টিয়ারশেল ও জলকামান

নিউজ ডেস্ক : রামপাল বিদ‌্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে তেল-গ্যাস- বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকা অর্ধদিবস হরতাল চলছে। হরতালের শুরুতেই সকালে রাজধানীর শাহবাগে অবস্থান নিতে চাইলে পিকেটারদের উপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে।

এতে অফিসগামী লোকজনকে পরতে হয় ভোগান্তিতে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

উল্লখ্য, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ শুরু হয়েছে। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

জাতীয় কমিটির এই হরতালে প্রধান বিরোধী দল বিএনপিসহ কয়েকটি বাম দল ও ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে।
২৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে