নিউজ ডেস্ক : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে এ ঘটনায় পরকীয়ার বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ নীলা। গতকাল বিকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পর গণমাধ্যম কর্মীদের তারা এ কথা জানান।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মিতুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান। মিতুর বাবা বলেন, মিতু হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার কোনো ঘটনা আছে কিনা—তা খতিয়ে দেখা হোক। এটা খুবই স্বাভাবিক। পরকীয়ার কারণে বর্তমান সময়ে খুন-খারাবিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। তাই এ হত্যাকাণ্ডের পেছনে বাবুল ও মিতুর কোনো পরকীয়ার ঘটনা ছিল কিনা—তা যাচাই করা হোক। আর খুনি যেই হোক তাকে খুঁজে বের করা হোক।
মিতুর মা বলেন, আমার মেয়ের স্বভাব-চরিত্র বিষয়ে তদন্ত কর্মকর্তা জানতে চেয়েছেন। আমি বলেছি, মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা করতো, হিজাব পরতো। বাবুলের সঙ্গে যোগাযোগ আছে কিনা, নাতি-নাতনিদের সঙ্গে যোগাযোগ হয় কিনা—ইত্যাদিও তদন্ত কর্মকর্তা জানতে চেয়েছেন। তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পরকীয়ার বিষয়টি কোনো নতুন নয়। বিষয়টি আমরা আগে থেকেই তদন্ত করে আসছি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সিএমপিতে এসে তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। গত ২২ ডিসেম্বর মিতুর বাবা মোশাররফ হোসেনকে মিতু হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা। প্রসঙ্গত, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন সদর দফতরে কর্মরত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। বিডি প্রতিদিন
২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি