নিউজ ডেস্ক : রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ সফর করবে মিয়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতির উন্নয়নে গঠিত কফি আনান কমিশনের তিন সদস্যদের একটি প্রতিনিধিদল।
জানা গেছে, ওই প্রতিনিধিদলে মিয়ানমারের উইন ম্রা ও আই লুইন নামের দুজন নাগরিক এবং ঘাসান সালামে নামের লেবাননের একজন নাগরিক রয়েছেন।
আগামী ২৯ ও ৩০ জানুয়ারি তারা কক্সবাজার পরিদর্শন করবে। অার আগামী ৩১ জানুয়ারি ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এপর এ বছরের দ্বিতীয়ার্ধে কমিশনের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গাসহ সব মানুষের কল্যাণের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ৯ সদস্যের কমিশন গঠিত হয় গত সেপ্টেম্বর মাসে।
২৭ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম