শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৩:৩০:০০

বাবার বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাবার বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক: বাবার বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়িটি।

বঙ্গবন্ধুর পিতা ও প্রধানমন্ত্রীর দাদা শেখ লুৎফর রহমান ৫০’র দশকে গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ায় বাড়িটি কেনেন। এরপর থেকে এখানেই বসবাস করেন তার পরিবার। ১৯৭১ সালে পাক বাহিনী বাড়িটি জ্বালিয়ে দেয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান আরেক খণ্ড জমি কেনেন বাড়ির পাশে।

আশির দশকে শেখ হাসিনা বাড়িটি সংস্কার করে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দেন।একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন উপলক্ষে দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌঁছান শেখ হাসিনা।

রোভার মুট উদ্বোধনের পর শেখ হাসিনা পৈত্রিক বাড়িতে যান। তিনি সেখানে বৃহস্পতিবার রাতে অবস্থান করেন। শুক্রবার তিনি ঢাকা ফিরবেন।  
২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে