শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ১১:২৬:৫৪

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ : আইনমন্ত্রী

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ। যারা সার্চ কমিটির সমালোচনা করে তাদের দলীয়করণের অভ্যাস রয়েছে, আমাদের নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী এসময় বস্তুনিষ্ঠ ও জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

কসবা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোলেমান খানের সভাপতিত্বে ও নেপাল চন্দ্র সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিকেলে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবায় দুস্থদের মাঝে ত্রাণের ঢেউ টিন ও নগদ টাকা বিতরণ করেন আনিসুল হক। স্থানীয় গরীবদের মধ্যে সরকারের ত্রাণ তহবিল থেকে সহস্রাধিক লোককে এ সহযোগিতা দেয়া হয়।

২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে