রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০১:৪৪:৩০

সার্চ কমিটির অন্যরকম শুরু

সার্চ কমিটির অন্যরকম শুরু

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি। গতকাল প্রথম এ বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। যা আগের বারের সার্চ কমিটির চেয়ে ব্যতিক্রম। বিশ্লেষকরা বলছেন, কমিটির এমন উদ্যোগ ইতিবাচক এবং অন্যরকম কিছুর ইঙ্গিত।

বৈঠকের পর নতুন কমিশন গঠনে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ করা ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচ জন করে নাম চাওয়া হয়েছে। এজন্য দলগুলোকে কমিটির পক্ষ থেকে চিঠিও দেয়া হবে। এদিকে কমিশন গঠনে নাম প্রস্তাবের বিষয়ে আলোচনা ও পরামর্শ নিতে সোমবার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসছে সার্চ কমিটি। বৈঠকে অংশ নিতে ১২ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে কমিটি।

সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে যে ৩১টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে তাদের কাছ থেকে ৫ জন করে নাম চাওয়া হয়েছে। আগামী ৩১শে জানুয়ারি সকাল ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দেয়ার জন্য দলগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী সোমবার দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন, সাবেক বিচারপতি আবদুর রশিদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এসএম এ ফায়েজ, একে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক সিইসি এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ছহুল হোসাইন, সাবেক আইজিপি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ  ড. তোফায়েল আহমেদ ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ছয় সদস্যের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। আপিল বিভাগের বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের  চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক  সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার। বেলা পৌনে একটায় বৈঠক শেষ হলে মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন। সার্চ কমিটির সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের নতুন ইসি নিয়োগ  দেবেন প্রেসিডেন্ট। কাজী রকিবউদ্দীন আহমদের  নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে। নির্বাচন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি।

বুধবার সার্চ কমিটি গঠনের পরদিন থেকে কাজ শুরু করেন কমিটির সদস্যরা। প্রেসিডেন্টের করে দেয়া এ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক মহলে। প্রধান বিরোধী জোট ২০ দলের প্রধান শরিক বিএনপি বলছে, এ কমিটি সরকারের পছন্দে হয়েছে। কমিটির কয়েকজন সদস্যের প্রতি নিজেদের আস্থাহীনতাও প্রকাশ করা হয়েছে দলটির পক্ষ থেকে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনো কমিটি নিয়ে চূড়ান্ত মূল্যায়নের সময় হয়নি। তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রেখে জাতির প্রত্যাশা পূরণ করবেন এমনটিই মানুষ আশা করে।

এদিকে কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শনিবার সুপ্রিম  কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেয়ার পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১১ই জানুয়ারি তিনি একটি রিট আবেদন করেছিলেন। ওই আবেদন শুনানির জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। ওই রিটেরই সম্পূরক হিসেবে এ আবেদন করা হয়েছে।

তিনি বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে একটি আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম পরিচালনার কথা বলা থাকলেও এখন পর্যন্ত সেই আইন প্রণয়ন করা হয়নি। একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বাইরে চলতে পারে না। আর আইনে সার্চ কমিটির কথা নেই। তাই সার্চ কমিটি গঠন করে যে গেজেট জারি করা হয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এমজমিন
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে