রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ১১:৪২:৫৬

প্রধানমন্ত্রীকে ভ্যানে চড়িয়ে কপাল খুলেছে সেই ইমামের

প্রধানমন্ত্রীকে ভ্যানে চড়িয়ে কপাল খুলেছে সেই ইমামের

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিজের রিকশা ভ্যানে বহন করার সময় কথা হয়েছে। প্রশানমন্ত্রীর আন্তরিক আলাপচারিতায় মুগ্ধ ইমাম শেখ। ইমাম শেখ বলেন, আসলে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না দ্যশের প্রধানমন্ত্রী আপা আমার ভ্যানে চড়ছে। আমি নিজেরে ধন্য মনে করি। তিনি একবার আমার খবর জিগাইলেন। ওই সময় অন্য অফিসার কি যেন বললেন তারপর আমিও আর কিছু বলতে পারলাম না।  

কী বলতেন? আমার একটা চাকরির কথা বলতাম। কেন?  ইমাম শেখ জানালেন তাঁর বাবা আব্দুল লতিফ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিনবোন। ভাইও ভ্যান চালক। কিন্তু অর্ধেক বেলা পর্যন্ত ভ্যান চালাতে পারলেও অসুস্থ হয়ে পড়েন। ইমাম শেখ একাই সংসার চালায়।  

অবশেষে তাঁর না বলা কথাটা প্রধানমন্ত্রী শুনেছেন। চাকরি পাচ্ছেন কিশোর ভ্যানচালক ইমাম শেখ। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল ইমাম শেখের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।

ইমাম শেখ বলেন, আমি বিমানবাহিনীতে চাকরি পাচ্ছি এমন খবর আমাকে জানানো হয়েছে।-কালের কণ্ঠ
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে