রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০২:৩৫:০৭

এবার সিসি ক্যামেরায় বইমেলা

এবার সিসি ক্যামেরায় বইমেলা

নিউজ ডেস্ক : অমর একুশের গ্রন্থমেলায় দেশি-বিদেশি লেখক প্রকাশকরা নিরাপত্তা চাইলে তাদের বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ ও গোয়েন্দা। পুরো বইমেলা এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে চায় পুলিশ। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির সহযোগিতা চেয়েছেন।

বাঙ্গালীর প্রাণের মেলা অমর একুশে বইমেলা। আর মাত্র দু’দিন পর। তারপরই মেলায় নামবে দর্শনার্থী আর সৃজনশীল লেখক প্রকাশকদের ঢল। এখন চলছে মেলা প্রাঙ্গণে শেষ প্রস্তুতি।

এবার বই মেলার পরিসর বেড়েছে আরও খানিকটা। তার নিরাপত্তা ব্যবস্থা নিছিদ্র করতে তৎপর পুলিশ ও গোয়েন্দারা। মেলা প্রাঙ্গণে নিরাপত্তার খুটিনাটি পর্যালোচনা করছেন ডিএমপি কর্মকর্তারা।

ডিএমপির জয়েন্ট কমিশনার রেজাউল করিম বলেন, বইমেলার ভেতরে-বাইরে একাধিক বেষ্টনী থাকবে। বিদেশি নাগরিকরা যারা বইমেলায় আসবেন তারা যদি ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন অবশ্যই তাদেরকে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। এবং যদি কেউ মনে করেন তার নিরাপত্তা দরকার তাকে নিরাপত্তা দেওয়া হবে।

মেলা থেকে ফেরার পথে কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়, নিজের প্রকাশনা অফিসে ফয়সাল আরেফিন দীপন হত্যার ঘটনা মাথায় রেখে এবার সাজানো হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রমনা অপরাধ বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, মেলায় আসার যাওয়ার জন্য যে এলাকাগুলো রয়েছে, দোয়েল চত্বর, শাহাবাগসহ মেলার আশে-পাশে সকল এলাকায় আমরা সিসি ক্যামেরার আওতায় আনবো।

তাছাড়া মেলায় আগত সবাইকে আর্চওয়ে দিয়ে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আসতে হবে। মেলার চারদিকে স্থাপিত ওয়াচ টাওয়ার থেকে সন্দেভাজনদের গতিবিধি মনিটর করবে পুলিশ।
২৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে