সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ১০:৫৮:১৪

কারাগার পরিদর্শনে গিয়ে বিডিআর বিদ্রোহের মামলার বিচার নিয়ে যা বললেন প্রধান বিচারপতি

কারাগার পরিদর্শনে গিয়ে বিডিআর বিদ্রোহের মামলার বিচার নিয়ে যা বললেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক : বিডিআর বিদ্রোহের মামলার বিচার কাজ অল্প কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি বলেন, ‘বিচার কাজ শেষ করতে আমি বিচারকদের নির্দেশ দিয়েছি।’

সোমবার সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কারা লাইব্রেরির জন্য নিজে একলাখ টাকার বই হস্তান্তর করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বৃহৎ কারাগার এটি। ধারণ ক্ষমতার চেয়ে এখানে অনেক কয়েদি রয়েছে। বিডিআর বিদ্রোহ মামলা বিচার শেষ হলে সবার তো ফাঁসি হবে না। কেউ কেউ বের হবেন। তখন সমস্যার কিছুটা সমাধান হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের সবেচেয়ে অবহেলিত সেক্টর হলো বিচার বিভাগ। ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের কর্মকর্তা কর্মচারিদের বসার জায়গা নেই। ফাইল রাখার জায়গা নেই। আমি প্রস্তাব করবো ম্যাজিস্ট্রট কোর্ট কেরানীগঞ্জে নিয়ে আসান। তাহলে নিরাপত্তার বিষয়টিও ভালো হবে। কারণ বন্দিদের আনা নেওয়ায় এবং কোর্টের সব প্রক্রিয়া শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। পুরান ঢাকার কোর্ট রিকশা চলে, এতে যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’

এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কারাগারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
৩০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে