নিউজ ডেস্ক: শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে কক্সবাজারে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের লেদা এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা।
এ সময় তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসনের লোকজন ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্যরা সেখানে ছিলেন।
এর আগে সোমবার বিকালে বিশেষ বিমানযোগে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছান এবং বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআইসি) কার্যালয়ে যান। সেখানে আরআরআইসি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্যরা।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর