নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। সেই ধারাবাহিকতায় অচিরেই মাধ্যমিক বিদ্যালয়ও জাতীয়করণ করা হবে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী নাসিম এরও বলেন, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়িতে এখন সংঘাত নেই। শান্তিচুক্তির মাধ্যমে এ অঞ্চলে শান্তি এনে দিয়েছেন শেখ হাসিনা। তিনি অনেক সমস্যার সমাধান করেছেন। ইনশাল্লাহ মাধ্যমিক শিক্ষকদের সমস্যাও তিনিই দূর করবেন।
জেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ইয়াদ আলী খান, শিক্ষক নেতা সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, মো. খলিলুর রহমান প্রমুখ।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ