ঢাকা : সৌদি আরবের গ্রান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনায় আহত মুসল্লিরা হজ করার সুযোগ পাবেন। সৌদি সরকারের বিশেষ ব্যবস্থায় তারা হজ করবেন বলে জানিয়েছেন মক্কার গভর্নর।
মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, আহত হাজিরা হজ সম্পন্ন করার সুযোগ পাবেন। তাদেরকে হজ করানোর জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করবে সৌদি সরকার।
এদিকে দুর্ঘটনার কারণে মসজিদুল হারামের সংস্কার কার্যক্রম দু দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই দুর্ঘটনা মসজিদুল হারাম নামে পরিচিত গ্রান্ড মসজিদের নামাজ আদায়ে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে আরব নিউজ।
শুক্রবার মাগরিবের নামাজের সময় ক্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টা পরই সেখানে যথারীতি এশার নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে এই দুর্ঘটনা মুসলিম উম্মার হজ পালনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। এমনিটি আশ্বাস দিয়েছে সৌদি সরকারও।
প্রিন্স খালিদ শনিবার ঘটনাস্থল পরিদর্শনের সময় আরো জানিয়েছেন, আহত ব্যক্তিদের হজ করানোর জন্য আধুনিক সরঞ্জামাদি সম্পন্ন বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে সৌদি সরকার। আহতরা ওইসব গাড়িতে চড়ে হজের আনুষাঙ্গিক প্রক্রিয়া পালন করবেন। মক্কার গভর্নর আরো জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে শনিবার সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ৯৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন আরো ১১০ জন।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ