মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৪৩:১৮

নিয়োগ পাওয়ার পর যা বললেন নতুন সিইসি নুরুল হুদা

নিয়োগ পাওয়ার পর যা বললেন নতুন সিইসি নুরুল হুদা

নিউজ ডেস্ক : নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এটা একটা বড় দায়িত্ব। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চাই। এক্ষেত্রে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সবার আন্তরিক সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, শপথ নেওয়ার পর অন্য কমিশনারদের সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। আপতত এতটুকুই।

এর আগে সোমবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সিইসি পদে তাকে এবং অন্য চার নির্বাচন কমিশনারকে নিয়োগের জন্য অনুমোদন দেন।

নিয়োগ পাওয়া অন্য চার নির্বাচন কমিশনাররা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব আলম তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম এবং ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

এর আগে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের চূড়ান্ত তালিকা জমা দেয় সার্চ কমিটি। সার্চ কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর চূড়ান্ত নামের তালিকা জমা দেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে সোমবার ইসি গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির সদস্যরা সুপারিশ করা ১০ ব্যক্তির নাম এবং ১৬ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেন।

এর আগে সোমবার বিকেল চারটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর সচিবলায়ে মন্ত্রী পরিষদের সভাকক্ষে ৯ টা ৩০ মিনিটের দিকে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২৫ জানুয়ারি অনুসন্ধান কমিটি গঠনের পর ৬টি বৈঠক হয়েছে। নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে নারীসহ ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য তিন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। কমিশনার শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
০৭ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে