রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৭:৩৮

‌‘শিক্ষায় ভ্যাট’ প্রসঙ্গে যা বললেন ইসলামী দলের নেতারা

‌‘শিক্ষায় ভ্যাট’ প্রসঙ্গে যা বললেন ইসলামী দলের নেতারা

ঢাকা : শিক্ষায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর সরকার দলীয় হামলা ও পুলিশের গুলির তীব্র প্রতিবাদ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইসমাঈল নুরপুরী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর ভ্যাট আরোপ করে সরকার ছাত্রদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকের মৌলিক অধিকার নিশ্চিত করা। ছাত্ররা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামলে সরকার দলীয় ক্যাডার বাহিনী তাদের উপর হামলা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দর্শকের ভূমিকা পালন করে তারা সরকার দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। অবিলম্বে বেসরকারি বিশ্বকিদ্যালয়ে ছাত্রদের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে।

তিনি আরো বলেন, অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে সমকামীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। এতে যারা অংশগ্রহণ করেছে তারা কওমে লুতের প্রেতাত্মা। সমকামিতার উত্থান ও চর্চার বিস্তার ঘটলে পুরো জাতির জন্য এটি চরম খোদায়ী অভিশাপ ও অমঙ্গল ডেকে আনবে। সমকামিতার চর্চায় এইডস রোগের বিস্তৃতি ঘটবে। অবিলম্বে সরকারকে এ ব্যাপারো আরো সচেতনতার পরিচয় দিতে হবে।

পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বৈঠকে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান এবং সম্প্রতি সউদী আরবে মসজিদুল হারামে দুর্ঘটনায় নিহত হাজীদের রুহের মাগফিরাত কামনা করা হয় ও আহতদের দ্রুত চিকিৎসার জন্য সউদী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ড. জি এম মেহেরুল্লাহ, প্রচার, প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দীন ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর।

জমিয়তে উলামায়ে ইসলামজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর হেফাজত আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর আরোপিত অযৌক্তিক ফি বাতিলের দাবি জানিয়ে বলেছেন, বর্তমানে সরকারের কারণে শিক্ষা ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। তারপরেও অভিভাবকেরা সন্তানের উচ্চশিক্ষার জন্য সামর্থ্যরে সবটুকু ব্যয় করে বেসরকারি বিশ^বিদ্যালয়ে তাদের পড়াচ্ছেন। যেখানে সরকারের উচিত ছিল সেখানকার শিক্ষার পরিবেশ উন্নত ও সুষ্ঠু করতে সহায়তা করা, তারা বরং ভ্যাটের নামে শিক্ষার সুযোগ সংকুচিত করতে চাইছে। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য জমিয়তের জাতীয় কাউন্সিল সফলে সংগঠনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।খেলাফত মজলিস আমিরখেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক এক বিবৃতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিউশন ফি’র উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের শিক্ষা নিশ্চিত করা, উচ্চশিক্ষার সুযোগকে প্রসারিত করা। কিন্তু সরকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ দেশে জনসংখ্যার তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স সংখ্যা খুবই নগন্য। এ পরিস্থিতিতে অত্যন্ত কষ্ট করে অভিভাবকরা উচ্চ বেতনে ছেলেমেয়েদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন। এক্ষেত্রে সরকারের উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ কমানোর পদক্ষেপ নেয়া। কিন্তু সরকার তা না করে উল্টো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ৭.৫% ভ্যাট আরোপ করে শিক্ষাকে পণ্যে পরিণত করেছে।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে