রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪০:১৪

সাংবাদিক পেটানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড

সাংবাদিক পেটানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড

ঢাকা : রাজধানীর পান্থপথ মোড়ে বেসরকারী টিভি চ্যানেল আরটিভির সাংবাদিক নাজিবউদ্দিন ফরায়েজীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আহত নাজিব পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর নাজিব তার ভাবি ও তার ভাতিজাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। অটোরিকশাটি পান্থপথ মোড়ে এলে ট্রাফিক পুলিশের লাঠির আঘাতে সেটির কাঁচ ভেঙে নাজিবের ভাতিজার কপালে লাগে। এ সময় নাজিব অটোরিকশা থেকে নেমে ঘটনার প্রতিবাদ করলে জাকির ও দেলোয়ার নামের দুই ট্রাফিক পুলিশ তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা নাজিবকে পান্থপথের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে ট্রাফিক পুলিশের উপকমিশনার (দক্ষিণ) রেজোয়ান আহমেদ জানান, সাংবাদিককে মারধরের অভিযোগে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে