শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৭:৫৭:৩৫

রোববার থেকে বিসিএস ক্যাডার পদবঞ্চিতদের লাগাতার কর্মসূচি

 রোববার থেকে বিসিএস ক্যাডার পদবঞ্চিতদের লাগাতার কর্মসূচি

ঢাকা : রোববার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ৩৪তম বিসিএসের ক্যাডার পদবঞ্চিতরা। ফলাফল পুনঃপ্রকাশ করে শূন্যপদ পূরণের দাবিতে শাহবাগে শনিবার সকালে এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনের সমন্বয়কারী নূর ইসলাম নূর বলেন, তাদের কাছে এ পরীক্ষার ফলাফলে দুর্নীতি ও স্বজনপ্রীতির যথেষ্ট প্রমাণ রয়েছে। সময় হলে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। শূন্যপদে মেধাবীদের মূল্যায়ন করে মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশের দাবিতে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই আন্দোলন করে আসছেন তারা। প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গত ১১ অক্টোবর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে মানববন্ধন করেছিলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছিল। কিন্তু ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণকারীদের মধ্যে মাত্র ২৫ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এতে বিপুলসংখ্যক উত্তীর্ণ মেধাবী পদবঞ্চিত হয়েছেন। এ বৈষম্য দূর করে ৩৩তম বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়ন করার দাবি জানান তারা। ১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে