শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৮:১২:৩১

বিয়ে নিয়ে চুমকির সাফ কথা

 বিয়ে নিয়ে চুমকির সাফ কথা

ঢাকা : মেয়েদের বিয়ে নিয়ে সাফ কথা শোনালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না বলে ফের জানিয়ে দিলেন তিনি। শনিবার দুপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এফডিসিতে ‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা জানান। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, উন্নয়ন সেবা সংগঠন, ইন্টারনেশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ইসলামিক রিলিফ ও ডিবেট ফর ডেমোক্রেসি এ উন্মুক্ত সংলাপের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মেহের আফরোজ চুমকি বলেন, শিশু সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সরবার। সামাজিক কারণে শিশুরা বঞ্চনার শিকার হয়। নির্যাতনের শিকার হয়। দারিদ্র্য যত কমবে, শিশু নির্যাতন তত কমবে। শিশুদের উদ্দেশ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, তোমরা সাহস ও ক্ষমতা নিয়ে নির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিয়ের বিরুদ্ধে বলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, মায়ের পেটেও যারা শিশুদের নিরাপদ রাখে না আমরাও তাদের নিরাপদ রাখব না। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। ১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে