বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৪৬:০৬

জটিল চর্মরোগে আক্রান্ত শিশু মেহেদী ঢামেকে ভর্তি

জটিল চর্মরোগে আক্রান্ত শিশু মেহেদী ঢামেকে ভর্তি

নিউজ ডেস্ক : নয় বছরের শিশু মেহেদী হাসান। চার হাত-পা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানের চামড়া শক্ত হয়ে আছে। এতে করে চলাফেরা করতেও সমস্যা হচ্ছে নওগাঁর ছেলে মেহেদীর। সঙ্গে রয়েছে প্রচণ্ড ব্যথা। মেহেদীর জটিল চর্মরোগের চিকিৎসা স্থানীয়ভাবে করা হয়েছে। কিন্তু তাতে কোনও ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকালে তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চর্মরোগ বিভাগে।

নওগাঁর রানী নগরের বাসিন্দা মেহেদীর বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘মেহেদীর জন্মের আট-নয় দিন পর থেকেই এই রোগ দেখা দিয়েছে। ও (মেহেদী) বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর রোগও বেড়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথার যন্ত্রণা।’

আজাদ বলেন, ‘এলাকায় এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজিসহ সব চিকিৎসাই করিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। বরং এর আকার বেড়েই চলছে। নিজের টাকা-পয়সা যা ছিল, সবই খরচ হয়ে গেছে। কিন্তু কোনও কাজ হয়নি। এখন ঢাকা মেডিক্যালই শেষ ভরসা।’

শিশুটির রোগ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলতে না পারলেও একে এক ধরনের চর্মরোগ বলেই ধারণা করছেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফিরোজ আহামেদ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটির চর্মরোগ হয়েছে। তবে রোগটির আকার অনেক বেশি। তাই শিশুটিকে চর্মরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন প্রকৃতপক্ষে এটি কী ধরনের রোগ।’ শিশু মেহেদীর শরীরের দুই হাত, পা, গলাসহ বিভিন্নস্থান এই রোগে আক্রান্ত বলে জানান ফিরোজ আহামেদ। -বাংলা ট্রিবিউন।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে