এটিএম বুথে মিলবে সঞ্চয়পত্রের মুনাফা
নিউজ ডেস্ক : আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। নিকটস্থ এটিএম বুথ থেকেই মুনাফা তুলতে পারবেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা। যেকোনো স্থান থেকে মোবাইলের এসএমএসে জানাতে পারবে বিনিয়োগের সর্বশেষ তথ্য। এতে করে গ্রাহককে বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে।
সূত্র জানায়, রোববার বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে চালু হচ্ছে অটোমশন পদ্ধতি। এ পদ্ধতির ফলে বিনিয়োগকারীদের ভোগান্তি লাঘব হবে। পূরণ হচ্ছে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি। সঞ্চয় স্কিমের ভূমিকা জনগণের কাছে আকর্ষণীয় তুলতেই এ পদক্ষেপ।
জানা গেছে, সঞ্চয় স্কিমের যেসব গ্রাহক ইএফটি পদ্ধতিতে লেনদেন করতে আগ্রহী তাদের অবশ্যই ব্যাংক হিসাব থাকতে হবে। যাদের নেই তাদের ব্যাংকে হিসাব খুলতে হবে।
অধিদফতর সূত্রে জানা গেছে, জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতাধীন সঞ্চয় ব্যুরোসমূহের মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষে এরই মধ্যে ইফটি চালুর জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি কর্মসূচি প্রস্তাব পাঠানো হয়েছে, যা অনুমোদন ও বাস্তবায়ন হলে জাতীয় সঞ্চয় স্কিমের অটোমেশনের কাজ আরো সম্প্রসারিত হবে।
জাতীয় সঞ্চয় স্কিমে ইএফটি চালু হলে গ্রাহকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে মুনাফার টাকা জমা হবে। একইসঙ্গে ই-মেইল এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে গ্রাহকরা তাদের হিসাবের অথবা বিনিয়োগকৃত টাকার সব তথ্য জানতে পারবেন। নিকটস্থ যেকোনো এটিএম বুথ কিংবা আউটলেট থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারবেন।
১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�