বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫০:৫৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর যা বললেন নতুন সিইসি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর যা বললেন নতুন সিইসি

সাভার : নব নিযুক্ত নির্বাচন কমিশন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘আমরা এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি।’

বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সিইসি তার নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে বলেন, ‘তারা কেন এবং কীভাবে এসব মন্তব্য করছেন তা আমার জানা নেই। এটা তাদের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক, দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সফল হতে পারি।’

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সকাল সাড়ে দশটার দিকে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে অন্য চার কমিশনার মাহবুব তালুকদার, মো.রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।’
১৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে