বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:১০:১৩

নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নাই : খাদ্যমন্ত্রী

নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নাই :  খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বিএনপি দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেই সরকারের যে কোন উদ্যোগের সমালোচনা করে। বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নাই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ এনেক্স ভবনস্থ একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে। শুধুমাত্র সমালোচনার খাতিরে তারা সমালোচনা করছে। গোপনে তারা জঙ্গিবাদের মদদ দিচ্ছে, গোপনে তারা সন্ত্রাসের মদদ দিচ্ছে। তারা হয়তো আরেক বার আগুন সন্ত্রাসের জন্যে প্রস্তুতি নিচ্ছে।’

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নাই। দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হলে দলটি দুই-তিন ভাগে বিভক্ত হয়েই নির্বাচনে অংশ নেবে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও আবদুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে