নিউজ ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রমর্ধন করছে। এতে করায় কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা।
পূর্বঘোষিত ক্লাসবর্জন কর্মসূচির সঙ্গে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সকাল থেকে সপ্তাহের প্রথম কর্মদিবসে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা।
রোববার সকাল ১০টার দিকে ক্লাসবর্জন করেন ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। এরপর তারা বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের সামনের রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভ্যাট প্রতাহারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্লাসবর্জনের পর সড়ক অবরোধ করা হয়েছে। সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ওপর থেকে ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
প্রায় একই সময়ে রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করেছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পুলিশ বেষ্টনীর মধ্যে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এদিকে, বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথ-গ্রিনরোড সড়কে অবস্থান নিয়েছেন বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা সেখানে মানববন্ধন করছেন।
সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা ভ্যাট বন্ধের দাবিতে রাস্তায় নেমে আসলে।
রাজধানীর কলাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধের ঘোষণা দিয়েছিলেন আগেই। পূর্ব ঘোষণা মত তারা সকালে নির্ধারিত সময়ে রাজপথে নেমে আসেন।
‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আন্দোলনের মুখপাত্র ফারুক আহমেদ আরিফ বলেন, সকাল ১০টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগান ওভারব্রিজ-সোবহানবাগ মোড়ে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ধানমন্ডি-৩২ নম্বর ও স্টেট ইউনিভার্সিটি পর্যন্ত যাবে। এরপর আবার কলাবাগানে ফিরে আসবে।
তিনি আরো বলেন, গতকাল যেমন শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, আজও তাই হবে হবে দাবি করেন তিনি।
এদিকে, বনানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বেলা ১১টায় শুরু হয় অবরোধ, একই সময় মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় ও উত্তরা হাউজ বিল্ডিং সড়কে অবস্থান নেবেন সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়া বেলা ১২টায় ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়কে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করবেন।
শুধু ঢাকাতেই নয় সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, শরীয়তপুরেও রোববার আন্দোলনে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা।
ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ক্লাস বর্জন করে যাচ্ছে শিক্ষার্থীরা।
শনিবার সংবাদ সম্মেলনে দেওয়া হয় এ ঘোষণা। এতে বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইন্ডিপেনডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউ-বি), ব্র্যাক, ড্যাফোডিল, স্ট্যামফোর্ডসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা স্পস্ট করে বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধু সরকারের ভ্যাট বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে, কোনোভাবেই সরকারের বিরুদ্ধে নয়। বরং আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা চাই সুষ্ঠুভাবে ক্লাসে ফিরে যেতে, অব্যাহত রাখতে চাই আমাদের শিক্ষা কার্যক্রম। শিক্ষা অর্জন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস