জ্বরে আক্রান্ত খালেদা জিয়া
নিউজ ডেস্ক : লন্ডন সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জ্হঠাৎ করেই তিনি জ্বরে আক্রান্ত হন। অসুস্থতার জন্য ব্রিটেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি পিছিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে দেশে ফেরার সূচিও পরিবর্তন করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের চোখের অপারেশনের জন্য দেশে ফিরতে দেরি হবে। একটি চোখে তার সফল অপারেশন হয়েছে। আরো একটি চোখের অপরাশেন হবে। বিএনপি চেয়ারপার্সনের সার্বিক চিকিৎসার তদারকি করছেন তার বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এমএ কয়সর গণমাধ্যমকে বলেন, দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে আপাতত কোনো তথ্য নেই। আপাতত চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি লন্ডনে অবস্থান করবেন।
অপর একটি সূত্রে জানা গেছে, দেশে ফিরতে খালেদা জিয়া বিমানের টিকিট বুকিং দিয়েছিলেন। দ্রুত দেশে ফিরে আসতে চাইছেন তিনি। কিন্তু চিকিৎসকের পরামর্শ এবং ছেলে তারেক রহমানের বাধার কারণে ওই বুকিংও বাতিল করা হয়।
জানা গেছে, আগামী ২২ অক্টোবর দেশে ফিরতে চান বিএনপি চেয়ারপার্সন। এর মধ্যে চিকিৎসা শেষ হলে ওইদিনই তিনি দেশে ফিরে আসবেন।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে ১৭ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি সেখানে তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ভাড়া বাড়িতে অবস্থান করছেন।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ