রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ১০:১৫:০৩

যেভাবে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

যেভাবে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

ঢাকা : হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। বার দেবী বোধনের মধ্যদিয়ে এই ধর্মীয় উৎসব শুরু হচ্ছে। পূজা উপলক্ষে সারাদেশে প্রায় ৩০,০০০ পূজা মণ্ডপ তৈরি হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্নস্থানে অন্তত ১৫টি মণ্ডপে ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি দুজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় পূজা উদযাপনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে পূজায় নিয়মিত বাহিনীর সঙ্গে বিজিবি টহল থাকবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে সভাপতি কাজল দেবনাথ বলেছেন, এবার তারা পূজায় অধিকতর সতর্কতা অবলম্বন করছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা শঙ্কায় আছি বলতে চাই না, আমরা অধিকতর সংযত এবং সতর্ক থাকব।’ কাজল দেবনাথ বলেন, আয়োজকেরাও এবার স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়িয়েছেন এবং স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্রও দেয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে নিরাপত্তার খাতিরে এমপিদেরও নিজ নিজ এলাকায় থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। তবে পূজা উদযাপন পরিষদ বলছে, এবারো বিভিন্নস্থানে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের তথ্য তাদের কাছে রয়েছে। তাদের দাবি শনিবার পর্যন্ত ১৫টির মতো মণ্ডপে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। পাঁচ দিনের দুর্গাপূজা আনন্দের সঙ্গেই শেষ করার বিষয়ে তারা আশাবাদী বলে জানান। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে