রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ১১:৩৭:০৬

সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে আজ, চলতি মাসেই রায়

  সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে আজ, চলতি মাসেই রায়

সিলেট : শিশু সামিউল আলম রাজন আলোচিত হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে আজ রোববার। সাক্ষ্যগ্রহণের শেষ দিনে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) সুরঞ্জিত তালুকদারসহ আরো দু’জন। সাক্ষ্য গ্রহণকালে আদালতে সৌদিআরব থেকে ফিরিয়ে আনা মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ ১১ আসামিকে আদালতে আনা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ শেষ হয়ে গেলে চলতি মাসেই আলোচিত মামলাটির রায় ঘোষণা সম্ভব বলে মনে করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী। তিনি বলেন, ‘চলতি মাসের মধ্যেই রাজন হত্যা মামলার রায় ঘোষণার ব্যাপারে আমরা আশাবাদী।’ এদিকে, এই হত্যা মামলার পলাতক দুই আসামি কামরুলের ভাই শামীম আহমদ ও আইসক্রিম কারখানার কর্মচারী জাকির ওরফে পাভেল ওরফে রাজুকে ধরতে সাড়াঁশি অভিযান শুরু করেছে পুলিশ। এমন তথ্য জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে