শাকিলার রিমান্ড নামঞ্জুর
চট্টগ্রাম : জঙ্গি সংগঠন ‘শহীদ হামাজ ব্রিগেডকে’ অর্থায়নের অভিযোগে গ্রেফতার ব্যারিস্টার শাকিলা ফারজানার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছে আদালত।
রোববার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এ আদেশ দেন।
এর আগে গত ১২ অক্টোবর হাটহাজারি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চার দিনের রিমান্ড চাইলে সেই সময়ও রিমান্ড না মঞ্জুর করেছিল আদালত। রোববারও একই মামলায় পুনরায় রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যা বের সহকারী পরিচালক এএসপি রুহল আমীন।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী আইনে ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।’
গত ২২ আগস্ট জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে এক কোটি আট লাখ টাকা সহায়তার অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করা হয় ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যডাভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজকে।
পরে তাদের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাস বিরোধী আইনে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাযব।
পরে ২৩ ধারায় জবানবন্দিতে তিন আইনজীবী মামলা পরিচালনা বাবদ মক্কেলকে নেয়া টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন। এরপর ২৭ আগস্ট প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ