যে কারণে ৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
চাঁপায়নবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, সাপ্তাহিক ও পবিত্র আশুরা উপলক্ষে উপলক্ষে মোট ৬ দিনের জন্য সকল ধরনের আমদানি-রপ্তানিসহ বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ফকরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রপ্তানিকারক গ্রুপ এক পত্রের মাধ্যমে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং আমদানি-রপ্তানিকারক গ্রুপকে আগামীকাল সোমবার, মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।
অন্যদিকে, শুক্রবার সাপ্তাহিক এবং শনিবার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী ২৫ অক্টোবর রোববার থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও আশুরা উপলক্ষে মোট ৬ দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তবে, দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ