রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০১:৪২:৪৫

ইসির সুবিচার প্রত্যাশা বঙ্গবীরের

ইসির সুবিচার প্রত্যাশা বঙ্গবীরের

ঢাকা : টাঙ্গাইল উপনির্বাচনের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সুবিচার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি রবিবার নির্বাচন কমিশনের (ইসি) শুনানি শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। দেখা যাক শেষটা কী হয়।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ কখনোই ছিল না, সেটা কাগজ দিয়ে প্রমাণ করেছি। রিটার্নিং কর্মকর্তা তার দক্ষতার অভাবে আমাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। আশা করি নির্বাচন কমিশনের কাছে আমরা সুবিচার পাব। তাই আপাতত উচ্চ আদালতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি।’ এক প্রশ্নের উত্তরে কাদের সিদ্দিকী বলেন, ‘আইন অনুযায়ী আদালতে যেমন হয়, শুনানির পরই রায় দেওয়া হয়। কিন্তু এখানে আমাদের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা কাগজপত্র দেখে, পর্যালোচনা করে বিকেল পাঁচটায় রায় জানিয়ে দেবে।’ এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মদ শুনানি গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে অপর চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকীর শুনানি শেষে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর শুনানিও হয়। গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। এই আসনে আগামী ১০ নভেম্বর নির্বাচন হবে। দুজনই কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় গত ১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা নির্বাচন কমিশন। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে