যেভাবে জানা যাবে ঢাবির ‘গ’ ইউনিটের ফল
ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪০ হাজার ৯৫৬ জন। পাস করেছেন ৭ হাজার ১৯৪ জন। পাসের হার ১৭.৫৬ শতাংশ। ফেল করেছেন ৩৩ হাজার ৭৬২ জন।
ফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) নিজের অ্যাকাউন্টে লগইন করে ফল জানতে পারবেন।
এছাড়া মোবাইলেও পাওয়া যাবে ফল। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU লিখে একটি স্পেস দিয়ে GA লিখে আরেকটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল লিখে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�