নড়েচড়ে বসলেন তারানা হালিম
ঢাকা : কলড্রপসহ গ্রাহকদের মোবাইল সেবায় নানা ভোগান্তির বিষয়ে নড়েচড়ে বসলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ নিয়ে আর সময় নিতে চান না তিনি। মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের ডেকেছেন তিনি। সোমবার তাদের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. এনায়েত হোসেন।
রোববার বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, মোবাইল গ্রাহকদের কলড্রপ সমস্যাসহ অন্যান্য সেবার ভোগান্তির বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সিইওদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। কলড্রপ নিয়ে গ্রাহকদের সমালোচনায় থাকা গ্রামীণফোন নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
কলড্রপ সমস্যার মুখে পড়ে প্রতিকার না পাওয়ার কথাও জানিয়ে নিজের ফেসবুক পাতায় তিনি লেখার পর তাতে প্রতিমন্ত্রী তারানা হালিমও মন্তব্য করেছিলেন, এ নিয়ে তিনিও অপারেটরদের বলে আসছেন। ভারতে কলড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অপারেটরদের নির্দেশ দিয়েছে।
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, গত অাগস্টের শেষ নাগাদ ১৬ কোটি মানষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। আর ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি।
বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা অাগস্ট শেষে ৫ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। গ্রাহকরা কলড্রপসহ অন্যান্য সেবা নিয়ে অভিযোগ করে আসছেন।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�