আমার আশঙ্কা হচ্ছে : এমাজ উদ্দিন
ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, আমার আশঙ্কা হচ্ছে, মক্কায় নিহত ও আহতদের পরিবারের জন্য সৌদি সরকারের দেয়া অর্থ তারা পাবেন কিনা। কারণ সরকারের দুর্নীতির কথা বলে তো শেষ করার মত নয়।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘সৌদি আরবের মীনায় দুর্ঘটনায় নিহত হাজিদের স্মরণে’ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমাজ উদ্দিন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় অব্যবস্থাপনায় এবারের হজ আয়োজন করা হয়েছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। হজ ব্যবস্থাপনা কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটতো না।
তিনি বলেন, হাজিদের সঙ্গে তাদের অনেক সেবক থাকেন। কিন্তু সেই সেবকদের কোনো ধরনের ক্ষতি হয়নি। এতে স্পষ্ট হয় যে, সেবকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য মিয়া মো. আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের যুগ্ম সধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�