স্বপ্ন ভেঙে গেল কাদের সিদ্দিকীর
নিউজ ডেস্ক : স্বপ্ন দেখছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিন্তু সেই পূরণ হলো না তার। প্রার্থিতা না টেকায় ভেঙে গেল তার স্বপ্ন। টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা চেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকলো। বাদ পড়লেন কাদের সিদ্দিকী।
রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ রায় দেন।
এর আগে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী বঙ্গবীরের আপিল আবেদনের শুনানি করে ইসি। এ সময় কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রার্থিতা চেয়ে দায়ের করা আপিল আবেদনেরও শুনানি হয়। তার আবেদনটিও খারিজ করে দেয় ইসি।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত শুক্রবার এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন।
১৩ অক্টোবর বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী, বিএনএফের আতাউর রহমান খান এবং এনপিপির ইমরুল কায়েসের মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন।
২০১৪ সালে টাঙ্গাইল-৮ (সখিপুর) আসনের উপনির্বাচনেও প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাদের সিদ্দিকী। ঋণখেলাপীর অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�