আবেগাপ্লুত জাতিসংঘের শারমিন
ঢাকা : বিমানবন্দরে ফেলে গিয়েছিলেন মূল্যবান ল্যাপটপ। বিমানবন্দরে তার প্রাইভেট কারে উঠার সময় ভুলক্রমে ট্রলিতে ফেলে যান তার ল্যাপটপটি। ফিরে পেয়ে আবেগাপ্লুত শারমিন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের এ জন্য ধন্যবাদ জানান তিনি। তাদের ‘হিরো’ বলে সম্বোধন করলেন জাতিসংঘের কর্মকর্তা আরিফা এস শারমিন।
শারমিন জাতিসংঘের হয়ে ইস্ট তিমুরে কাজ করেন। ঘটনাটি ঘটে রোববার দুপুরে। কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তার প্রাইভেট কারে উঠার সময় ভুলক্রমে ট্রলিতে ফেলে যান তার ল্যাপটপটি।
তিনি বনানী সড়ক পার হবার পর বুঝতে পারেন ল্যাপটপ হারিয়েছেন। তৎক্ষনাৎ বিমানবন্দরে ফিরে আসেন তিনি। এসে বিষয়টি এপিবিএনকে জানান। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শারমিনকে ল্যাপটপটি বুঝিয়ে দেয় এবিপিএন কর্তৃপক্ষ।
ল্যাপটপটি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শারমিন। এপিবিএনের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সত্যি মুগ্ধ, আমার দেশেও হিরো তৈরি হচ্ছে। সবাইকে ধন্যবাদ।’
এ ব্যাপারে এপিবিএন কর্তৃপক্ষ জানায়, প্রমাণের ভিত্তিতে শারমিনকে ল্যাপটপটি বুঝিয়ে দেয়া হয়েছে। হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারে এপিবিএন সদস্যদের নির্দেশনা দেয়া আছে। যাত্রীদের ভালোবাসা নিয়ে ভালো কাজ করতে চায় এপিবিএন।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম