‘এখন থেকে খালেদা লন্ডনেই থাকবেন’
ঢাকা : এখন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে থাকবেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শুনেছি খালেদা এখন থেকে সেখানেই থাকবেন।
তিনি বলেন, খালেদা জিয়ার হরতাল-সহিংসতার কৌশল ব্যর্থ হয়েছে। তিনি এখন নতুন কৌশলে এগুচ্ছেন।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের অধিবেশন এবং বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
মুহিত বলেন, গত ৬-৭ বছর মার্কিননীতি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ছিল না। বাংলাদেশ ও রাশিয়া- এ দুটি দেশের প্রতি মার্কিননীতিতে বিরূপ মোনোভাব পোষণ করা হয়। এতে অর্থনৈতিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে নাবাংলাদেশ। তার প্রমাণ গত ৭ বছরে আমরা করেছি।
তিনি বলেন, মার্কিন নীতি তাদের বিষয়; এটা নিয়ে আমাদের বলার কিছু নেই।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�