শেখ রাসেলের খেলনা চুরি করে পালাতেন জয়
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, আজ আমার ছোট মামা শেখ রাসেলের জন্মদিন। ৭৫ সালে আমার ছোট মামার বয়স ছিল ১০ বছর। আমার বয়স ছিল ৪ বছর।
তিনি বলেন, রাসেল মামা খুব সৌখিন ছিলেন। মামা তার সব খেলনা সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমি তার খেলনা নিয়ে দৌড় দিয়ে নানীর আচঁলের নিচে লুকাতাম।
রবিবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সজীব ওয়াজেদ জয় বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। খুনিদের কয়েকজন বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সবাইকে ফিরিয়ে এনে আমরা আইনগতভাবে বিচার করবো।
অনুষ্ঠানে তিনি বলেন, আমার স্বপ্ন ছিলো বাংলাদেশে হাইটেক পার্ক তৈরি করার। সেটারই যাত্রা শুরু হলো আজ। তিনি আরও বলেন, আমরা চিন্তা করেছি দেশটাকে ডিজিটাল করবো। কিভাবে আমরা মানুষকে ডিজিটাল সেবা দেবো সেটা ভেবেছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রযুক্তি বিভিন্ন খাতে ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে সরকার। আইটি ইন্ডাস্ট্রিজ করা আমাদের ইচ্ছা ছিল।
তরুণদের উদ্দেশ্যে জয় বলেন, শুধু চাকরি করে আমি শান্তি পাই না। আমি সিলিকন ভ্যালিতে স্টার্টআপ শুরু করি। নিজ উদ্যোগে একটা কিছু করবো বলে। তাই আমিও আপনাদের মতো একজন উদ্যোক্তা। একবার না পারলে দু’বার, তিন বার চেষ্টা করলে সফল হওয়া যায়। ভবিষ্যতের গুগল, ভবিষ্যতের ফেসবুক আপনাদের মধ্য থেকে উঠে আসবে। - বাংলাদেশে প্রতিদিন
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর