যে কারণে ফুটপাথ দিয়ে হেঁটে অফিসে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা : যানজট সরাতে না পেরে হেঁটে অফিসে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী। রোববার বিকাল ৪টার দিকে রাস্তায় গাড়ি রেখে মন্ত্রী কাকরাইল এলাকা থেকে মৎস্য ভবন হয়ে ফুটপাথ ধরে হেঁটে মন্ত্রণালয়ে যান।
ফুটপাথ ধরে মন্ত্রী হেঁটে গেলেও প্রটেকশনের বাড়াবাড়ি ছিল না। তার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ছিলেন সিভিল ড্রেসে। হাতে ওয়াকিটকি না থাকলে পুলিশ সদস্য বলে তাকে মনে হতো না।
পররাষ্ট্রমন্ত্রী যখন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য সামনে কেউ পড়লেই হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। এ প্রতিবেদককেও দুইবার হাত দিয়ে সরিয়ে দেন ওই পুলিশ সদস্য। পররাষ্ট্রমন্ত্রী ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সাথে অনেক পথচারীর গায়ে ধাক্কাও লাগে।
তিনি তাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছিলেন সাধারণ পথচারীর মতো। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে এলে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ নিয়ে তাকে অভ্যর্থনা জানান। ঠিক তখনই ফুটপাথের পথচারী অনেকে বুঝতে পারেন তিনি ভিআইপি কেউ।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�